হাটহাজারীতে ২০ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো.আজম (৪২) নামের এক খুনিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ৭ এর সদস্যরা।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলের দিকে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার খুনি আসামী আজমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ১৬ এপ্রিল রবিবার রাতে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২০ বছর যাবৎ চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিলো।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০০৩ সালে ২৫ নভেম্বর রাতে হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর এলাকায় মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র আজমের নেতৃত্বে একটি দুস্কৃতিকারীর দল রাস্তার উপর লোকজনকে আটক করে টাকা-পয়সা ও অন্যান্য জিনিস পত্র ছিনিয়ে নিচ্ছিলো।
এ সময় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি চিৎকার চেচামেচি শুরু করলে আজম তার পায়ের উরুতে রাম-দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ওয়ায়। সেখানেই তিনি মারা যান।
এ ঘটনায় প্রতিবেশী ফজল আহম্মদ বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত প্রধান আসামী মো. আজমকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্দডে দন্ডিত করে।
সোমবার র্যাব গ্রেফতার করা ওই আসামি কে থানায় হস্তান্তর করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ জানান, আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবি //দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post