মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীতে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে নিদিষ্ট ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচটি মামলায় ৫ জন চালক কে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকালের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন সংলগ্ন কাপ্তাই রাস্তার মাথা নামক এলাকায় সিএনজি ও অন্যান্য পরিবহনের চালকরা পবিত্র ঈদুল ফিতরের বাহনা দিয়ে সাধারন যাত্রীদের কাছ থেকে নিদিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছিলো। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে ০৫টি মামলায় পাঁচজন চালক কে ৬০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট সংগঠন নেতৃবৃন্দের নিকট থেকে ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়।
পরে সংগঠনের পক্ষ থেকে যাত্রী হয়রানি বন্ধে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়। অভিযান পরিচালনার সময় বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ ইসলাম ও
চান্দগাও থানার এসআই মো.আজিজের নেতৃত্ব সংশ্লিষ্ট থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনদূর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post