কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইলে গেমস্ খেলতে না দেওয়ায় বাবা মায়ের উপর অভিমান করে আম্বিয়া খাতুন (১৩) নামের এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় কুমারখালী পৌরসভার সেরকান্দি এলাকায় এঘটনা ঘটে।
স্কুল ছাত্রী একই এলাকার মো. আব্দুল্লাহ’র মেয়ে ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায় আম্বিয়া খাতুনের বন্ধবী মাবিয়া এর কাছ থেকে স্মার্টফোন নিয়ে গেমস খেলার জন্য আনেন। পরবর্তীতে মেয়ের অভিভাবক মা ও বাবা রাতে শয়ন কক্ষ থেকে তার স্মার্টফোনটি কেড়ে নেন। সেই অভিমানে বুধবার দুপুরে নিজঘরে ফাঁস লাগিয়ে অসুস্থ হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, মেয়েটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। মেয়েটির গলায় ফাঁস লাগানোর দাগ আছে বলে জানান তিনি ।
এবিষয়ে জানতে কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ এপ্রিল ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post