র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
সোমবার (১ মে), সকালের দিকে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নে সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালীটি শেষ হয়।
এ সময় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, গাংনী শাখার সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ, বামুন্দী শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, দরবেশপুর শাখার সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আজম, মুজিবনগর শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনসার আলীসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলার গাংনী ও মুজিবনগর উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ মে ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post