বাজার করে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় হেলাল উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) রাতে উক্ত মহাসড়কের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জাফর আলী হাজি বাড়ির দুদু মিয়ার পুত্র এক মেয়ে ও এক ছেলের পিতা হেলাল মঙ্গলবার রাতে পরিবারের জন্য বাজার করে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট বাজারে হাটহাজারীগামী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায় তবে আঘাত গুরুতর হওয়ায় তারা আহত কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় ওইদিন রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন খাঁন সুমন সড়ক দূর্ঘটনায় হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বুধবার বাদে আছর মরহুমের জানাযা নামাজ শেষে সন্ধ্যার দিকে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১০,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post