বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে বিশ্বের ৫টি শহরকে মনোনীত করা হয়েছে যার মধ্যে খুলনা একটি। ‘হেলদি সিটি’ প্রকল্পের মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, স্মার্ট, সবুজ, স্বাস্থ্যকর শহরে পরিণত করা সম্ভব হবে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
বুধবার (১০ মে) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খুলনা মহানগীর সার্বিক উন্নয়ন কার্যক্রম নগরবাসীকে অবহিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
দ্বিতীয় মেয়াদের বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।
সিটি মেয়র বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আসন্ন নির্বাচনের পূর্বে বিগত ৫ বছরে আমাদের কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্যকে সম্পদে পরিণত করতে কেসিসি আরও কিছু কার্যক্রম হাতে নিয়েছি। সংবাদ সম্মেলনে তিনি খুলনা শহর উন্নয়নে কেসিসির ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
সিটি মেয়র বলেন, খুলনা শহরের সৌন্দর্য বর্ধণের জন্য নগরীর গুরুত্বপুর্ণ ২২ টি মোড় চিহ্নিত করা হয়েছে, যার কাজ শীঘ্রই শুরু হবে। শহরের মধ্যে সকল জলাধার/পুকুরকে সংরক্ষণের জন্য প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং চলতি অর্থবছরেই এর কাজ শুরু হবে। হাইটেক পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছে।
পার্কটি উম্মুক্ত হলে দক্ষ জনশক্তি গড়ে ওঠার পাশাপাশি বেকার সমস্যারও সমাধান হবে। নগরবাসীর মাঝে স্বাস্থ্যকর মাংস সরবরাহের লক্ষ্যে একটি আধুনিক কসাইখানা নির্মাণের জন্য রাজবাঁধে ইতোমধ্যে জমি বরাদ্দ দেয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ৮৩ কোটি টাকা ব্যয়ে কসাইখানাটি নির্মাণের লক্ষ্যে শীঘ্রই টেন্ডার আহবান করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১০,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post