কুষ্টিয়ার মিরপুরের মালিহাদ ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) বিকেলে মালিহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, মিরপুর উপজেলা জাসদের অন্যতম সদস্য আব্দুল হামিদ, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, জাতীয় যুবজোট মিরপুর পৌরসভা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন।
জাসদের জেলা কমিটির সদস্য ও মালিহাদ ইউনিয়ন জাসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জাসদের সদস্য ও সাবেক মেম্বার আক্কেল হোসেন, গফিরুল মেম্বার, খায়রুল ইসলাম, আরজ আলী, আব্দুর রহমান, বাবুল হোসেন, আব্দুল মান্নান প্রমুখ।
ওই সভায় বক্তারা বলেন, প্রতিটি ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে।প্রতিটি ওয়ার্ড মহল্লায় দলীয় কার্যক্রম জোরদার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাসানুল হক ইনুকে বিজয়ী করতে হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১০,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post