সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবার কুষ্টিয়ার কুমারখালী পৌর ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৪ মে) সকালে পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি প্রাপ্তরা হলেন – পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, প্রচার সম্পাদক রুদ্র মালাকার ও উপ – দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়। এর আগে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের আরো তিন জন নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
তাঁরা হলেন – উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. ইমরান হোসেন ও ফরহাদ হোসেন পাপ্পু এবং সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুজ্জামান পাপন।
এতথ্য নিশ্চিত করে কুমারখালী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ বলেন, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থায়ী অব্যাহতির জন্য জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ মে ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post