কুষ্টিয়ার ইবি থানা পুলিশের বিশেষ অভিযানে একটি গাঁজার গাছসহ সিরাজুল, একটি চোরাই গরুসহ আমেনা বেগম ও আতিয়ার নামের একজন নিয়মিত মামলার আসামী গ্রেফতার হয়েছে।
বুধবার ১৭ মে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত সিরাজুল ইসলাম (৪০)কুষ্টিয়া ইবি থানার শিবপুরের আবুল হোসেনের ছেলে। আমেনা বেগম (৪২) একই থানার পদ্ম নগর গ্রামের খইবার বিশ্বাসের স্ত্রী ও আতিয়ার রহমান (৫৫) ঝিনািইদহ জেলার কালীগঞ্জ থানার ভাটঘারা গ্রামের মৃত হামেদ আলীর ছেলে।
১৭ মে ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদের দিক নির্দেশনায় এসআই শ্যাম প্রসাদ রায়, লিটন চন্দ্র ও এস এম নাজমুল হুসাইন সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইবি থানার বিভিন্ন স্থান থেকে ওই আসামিদের আটক করে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ মে ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post