ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একদিনে এক বনবিট অফিসের সব অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। রোববার দুপুর-সন্ধ্যা উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব করাতকল উচ্ছেদ করা হয়। তবে টাকা দিয়ে করাতকল চালানোর পরও এ উচ্ছেদ অভিযানে ক্ষুব্দ ব্যবসায়ীরা।
ভ্রাম্যমাণ আদালত ও ক্ষুব্দ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর ও কাচিঘাটা দুটি রেঞ্জের বিভিন্ন বিট অফিসের আওতায় বনের ভিতরে ও বাইরে অবৈধভাবে করাতকল গড়ে ব্যবসা পরিচালনা করে আসছে অসাধু ব্যবসায়ীরা।
স্থানীয় বন অফিসগুলোকে মাসোয়ারা দিয়ে ম্যানেজ করে এসব অবৈধ করাতকল চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আবার প্রকাশ্য দিবালোকে চেরাই করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে বনের গাজারি গাছও। ফলে ধব্বংস হচ্ছে বনাঞ্চল, নষ্ট হচ্ছে জীববৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ। কিন্তু সম্প্রতি রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম কালিয়াকৈর রেঞ্জে ও ফরেস্ট কর্মকর্তা শরীফ খান চৌধুরী বাড়ইপাড়া বিট অফিসে যোগদান করে। তারা নতুন কর্মস্থলে যোগদানের পরপরও বাড়ইপাড়া বিট অফিসের আওতায় সব অবৈধ করাতকল উচ্ছেদের পরিকল্পনা করেন। এর ধারাবাহিকতায় রোববার দুপুর থেকে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অভিযান চালিয়ে ওই বিট অফিসের আওতায় বিভিন্ন এলাকার ছয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।
এসময় করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এর মধ্যে হিজলহাটি এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, জালশুকা এলাকার ব্যবসায়ী ফারুক হোসেন, হাফিজুর রহমানসহ ছয়টি করাতকল ব্যবসায়ীকে ২৭ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, বাড়ইপাড়া বিট কর্মকর্তা শরীফ খান চৌধুরী, চন্দ্রা বিট কর্মকর্তা নুর মোহাম্মদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা।
এদিকে হঠাৎ করে ওই ভ্রাম্যমাণ আদালত অভিযানের কারণে ক্ষুব্দ হয়ে উঠেন অবৈধ করাতকল ব্যবসায়ীরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, অভিযান চালিয়ে ছয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। এসময় এসব অবৈধ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দসহ জরিমানা করা হয়। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post