মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম বিদ্যাপিঠ মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন। ২০১৯ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি মির্জাপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আজ বুধবার (২৪ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মো. সুলতান উদ্দিন ১৯৯৬ সালের ২৭ অক্টোবর মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজী) হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ১১ মে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষার গুনগত পরিবতন, বাল্যবিহাহ প্রতিরোধ, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলাসহ বিদ্যালয় ব্যবস্থাপনার পরিবতন হতে থাকে। তার কর্মদক্ষতায় ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি মির্জাপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১৭শ ছাত্রী দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান পরিচালিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, বিদ্যালয় ও শ্রেণী ব্যবস্থাপনা, আইসিটি জ্ঞান, বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট, নিরীক্ষণ, শিক্ষা মন্ত্রনালয়সহ বিভিন্ন অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দক্ষ প্রশাসক, শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, সুধীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও ভাল ব্যবহারসহ ১৪ টি ক্যাটাগরির উপর ভিত্ত করে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনকে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের মনোনয়ন বোর্ড আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যত দিন জীবিত থাকবো ততদিন শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করে যাবো।
এ দিকে মো. সুলতান উদ্দিন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক গণপরিষদ সদস্য এবং ম্যানেজিং কমিটির সম্মানীত সভাপতি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post