যশোরের শার্শায় বাংলাদেশ পল্লী উনয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতিয় পর্যায় সমিতির উপকার ভুগিদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত ৩১ মে থেকে ০৬ জুন পর্যন্ত ৪০ জন মহিলা ও পুরুষ কে গরু মাটাতাজা করন অপর ৪০ জন কে গাভি পালন ও দুগ্ধ বিপনন প্রশিক্ষণ প্রদান করা হয়।বাংলাদশ পল্লীউন্না য়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান প্রকল্প ভূক্ত সমিতির উপকার ভুগিদের আত্ম কর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যে ২টি গ্রুপ ৮০ জন পুরুষ ও মহীলা কে গরু মোটা তাজা করন ও গাভী পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়ছে।
৮০ জন প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সম্মানি ভাতা পাচশত টাকা যাতায়াত খরচ বাবদ ছয়শত টাকা হার প্রদান করা হয়েছে।
প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করেন কামরুজ্জামান উপ-পরিচালক (বিআরডিবি) যশোর, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চদ্র পাল, জহুরুল ইসলাম উপ-প্রকল্প পরিচালক যশোর, রাশেদুল হক জেলা প্রানী সম্পদ কর্মকর্তা, ডাঃ বিনয় কৃষ্ণমল্লিক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সাটিফিকেট প্রদান করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৭,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post