মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে পানিতে ডুবে আলিফ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১২টার দিকে পুকুরে ডুবে তার মৃত্যু হয়। স্কুল ছাত্র আলিফ সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত আলমঙ্গীর হোসেনের ছেলে ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বন্ধুরা সাথে কোলা গ্রামের পুকুরে গোসল করতে যায় আলিফ। পুকুরে অন্য বন্ধুরা খেলা করছিল। অসাবধানবসত সে পুকুরের গভীরে গিয়ে তলিয়ে যায়। তাকে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ জুন ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post