মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা শহরের এজাজ নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৩৮) নামের এক অটোচালকের গলাকাটা,হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।
অটোচালক আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
রবিবার (১১জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর জেলা ডিবি ও মেহেরপুর সদর থানা পুলিশের একাধিকদল তার লাশ উদ্ধার করে।
মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার অটোচালক আব্দুর রহমান তার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রবিবার দুপুরে মেহেরপুর এজাজ নামের আবাসিক হোটেল থেকে তার হাত-পা বাঁধা ও গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কে বা কাহারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা সনাক্ত ও গ্রেফতার করতে প্রশাসনের একাধিকদল মাঠে নেমেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post