বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১১তম সভা এবং বিওটির ১৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো শাহজাহান আলীর সভাপতিত্বে এবং ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডক্টর ইসমত আরার সঞ্চালনায় সিন্ডিকেটের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, ইবির আইন বিভাগের অধ্যাপক, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালযয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, সদস্য সচিব মো. শামসুর রহমান বাবু প্রমুখ।
সভায় গত ১৯ জুন তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এবং অর্থ কমিটির সিদ্ধান্তসমূহ অনুমোদন দেয়া হয়। তাছাড়া অদ্য অনুষ্ঠিত কর্মকর্তা নিয়োগ কমিটির সুপারিশ অনুমোদন করা হয়। একই সাথে তিনি সভায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বেতন স্কেল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী প্রস্তাবিত বেতন স্কেল জুলাই ২০২৩ মাস হতে কার্যকর হবে এবং আগামী তিন বছরে বেতন স্কেল সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।
সভায় হাসানুল হক ইনু এমপি বলেন, উচ্চশিক্ষার মান নিয়ে এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই কুষ্টিয়াসহ আশেপাশে জেলার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এই রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। তিনি আরও বলেন, আগামীতে আরও ভালো কিছু করবে এই শিক্ষা প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান আলী জানান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১তম সিন্ডিকেট সভা এবং বিওটির ১৯ তম সভায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক উন্নয়নে এই সিন্ডিকেট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সভায় বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, প্রফেসর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২১,২০২৩//

Discussion about this post