কুষ্টিয়ার মিরপুরে হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় “অন্ধ জনে দেহ আলো ” শ্লোগানে গতকাল রোববার দিনব্যাপী স্থানীয় মহিলা কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম প্রধান অতিথি থেকে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময়ে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহেদ আলী, পরিচালক ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ জুবায়ের রিয়াল ও ডাঃ আসিফ হাসান দিন ব্যাপী প্রায় ১ হাজার ২শ’ ৫০ জন চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। এদের মধ্যে সাড়ে ৫শ’ জন রোগী অপারেশন ও লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়েছে। এছাড়াও ১শ’ ৮০ জন রোগীর চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করেন। এ সময়ে ১শ’ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।ক্যাম্পের অর্গানাইজর মীর মিজানুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যে একটি দল সার্বিক সহযোগিতা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ইয়ারুল হক জানান অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মনোনীত ব্যক্তিদের বিনামূল্যে অপারেশন করা হবে। এদের মধ্যে বিকেলে ৫১ জনকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহনে খুলনায় নেওয়া হয়েছে।বাঁকীদের পর্যায়ক্রমে খুলনায় নেওয়া হবে।
মিরপুরে বিনামূল্যে ডাঃ মুসতানজীদের স্বাস্থ্যসেবা প্রদান
মিরপুর প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে নাগরিক কমিটির সভাপতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ জাতীয় সংবাদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। তিনি গতকাল রোববার দিনব্যাপী উপজেলার আমলা বাজারস্থ ওয়েষ্টার্ণ ডায়াগনস্টিক এন্ড হেলথ কেয়ার (প্রাঃ) লিঃ এ বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করনে। এছাড়াও তিনি আগত রোগীদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এ ব্যাপারে অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস বলেন, তিনি দীর্ঘদিন যাবত মিরপুর-ভেড়ামারার প্রত্যান্ত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্কেমকান্ডকে তুলেধরে তিনি নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post