মো:ফয়সাল আলম,রাজশাহী প্রতিনিধি:
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের যুবারা। ৫০ ওভারের এই সিরিজের পরের ম্যাচ জিতে সমতা আনে স্বাগতিকরা। তবে তৃতীয় ম্যাচে আবার এগিয়ে যায় প্রোটিয়ারা। শুক্রবার রাজশাহী ভেন্যুতে চতুর্থ ম্যাচে ৪ উইকেটে জিতে ফের সমতা আনে বাংলাদেশের যুবারা।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে আজ সকাল ৯ টায় শুরু হবে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনাল। কে জিতবে আজকের এই ম্যাচ? বাংলাদেশ নাকি দক্ষিণ আফ্রিকা? নাকি দেখা যাবে বৃষ্টির খেলা? এ প্রশ্ন এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে। তবে সুখবর হচ্ছে গতকাল বিকেলে রাজশাহীতে যে বৃষ্টি হয়েছে তাতে ম্যাচের উপর কোন প্রভাব পড়বে না বলে জানা গেছে। মাঠ ও পিচ সুরক্ষিতই আছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহীর আবহাওয়া আগের দিনের চেয়ে ভালো থাকবে। আকাশে কালো মেঘ দেখা দিলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই বলা হয়েছে। তবে বিকেল ৫টার পরে বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার এই ভেন্যুতে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের যুবারা যেভাবে দক্ষিণ আফ্রিকার যুবাদের পরাজিত করেছে তাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আশা আজকের ম্যাচেও বাংলাদেশ জিতে সিরিজ জয় নিশ্চিত করবে। অসুস্থতার কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আহরার আমিন। আগের ম্যাচেও তিনি ছিলেন না। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন অল রাউন্ডার মাহফুজুর।
দৈনিক দেশতথ্য///এস//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post