কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী খাতুন (২৫) নামে এক গৃগবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী হাইস্কুলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ভূট্টা বিক্রয়ের টাকা নিয়ে স্বামী বিল্লাল হোসেনের সাথে স্ত্রী শ্যামলী খাতুনের ঝগড়া বিবাদ হয়। গতকাল বুধবার ভোরে ঘরের ডাফের সাথে ওড়না দিয়ে গৃহবধুর মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহত গৃহবধুর ভাই উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামের মৃত কামাল ডাক্তারের ছেলে মো. রতন হত্যার অভিযোগ এনে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন।
গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা। নিহত গৃহবধু দুই সন্তানের জননী। ৮ বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post