বোয়ালখালীতে শনিবার ২২ জুলাই রাত ১.টা.৫মিনিটে বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী ননী গোপাল আচার্য্য মারা গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তিনি ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সংগীত বিভাগের প্রশিক্ষক।
তাঁর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী শ্রী বাবুল জলদাস, প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস গভীর শোক প্রকাশ করেছেন।
আজ রবিবার সকালে এক শোকবার্তায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেত্রীবৃন্দ দেশের সাংস্কৃতিক অঙ্গনে এই মহান শিল্পীর অবদানের কথা উল্লেখ করে বলেন, এই গুণী শিল্পী তাঁর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর একজন শুভাকাঙ্ক্ষী অক্টোপ্যাড বাদক শিল্পী শিমুল আচার্য্য জানান,তিনি ছিলেন বিভিন্ন প্রকার লোকজ বাদ্যযন্ত্র বাজানোতে পারদর্শী তাঁর মধ্যে ছিল হারমোনিয়াম, তবলা, মৃদঙ্গ, বাঁশের বাঁশী ইত্যাদী।
জানা যায় চট্টগ্রাম তথা পশ্চিমবাংলায় তাঁর অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন। পরিবারের আক্ষেপ একজন গুণী সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর যে সম্মানটুকু পাওয়ার কথা ছিলো সেটা তিনি বেঁচে থাকতে পাননি। বিজ্ঞপ্তি
দৈনিক দেশতথ্য//এস//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post