কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিটি দফতরে জবাবদিহিতার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। কোনো বিশেষ দিন নয়, প্রতিটি দিনই যেন বিশেষ হয় আর বিশেষ সেবা যেন জনগণ পায়। এতে সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে।
এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এক শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে মূল ফটকে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ খানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৩,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post