আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নেছারাবাদ উপজেলায় ধারাবাহিক গনসংযোগ করে যাচ্ছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা। গনসংযোগে তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে পূনরায় বিজয়ি করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ধারা অব্যহত রাখতে সবাইকে আহবান জানান।
সাজ্জাদ সাকিব বাদশা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সম্পাদক। এছাড়াও তিনি কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাবেক সম্পাদক। সাজ্জাদ সাকিব বাদশা পিরোজপুর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি। পিরোজপুর আসন বিভক্তির পর নেছারাবাদ কাউখালি ও ভান্ডারিয়া উপজেলা নিয়ে গঠিত হয় পিরোজপুর-২ আসন। আসন বিভক্তির পর থেকে এখানে অর্ধডজন লোক এ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি বলে শোনা যাচ্ছে। তবে তাদের মধ্য সাবেক এ ছাত্রনেতা এ আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন খোলামেলা। যেকারনে এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি করে যাচ্ছেন মতবিনিময়, ও গবসংযোগ। খোজ খবর রাখছেন তৃণমুল নেতাদের।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার নান্দুহার,টাকিরহাট ও জরুরবাড়ি এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গনসংযোগ করেন। এরপূর্বেও তিনি নেছারাবাদ সদর সদর উপজেলা সহ গবসংযোগ করেছেন উপজেলার দশটি ইউনিয়ন সহ স্বরূপকাঠি পৌর এলাকায়।
বুধবার গনসংযোগকালে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু সহ দেশে বড় বড় অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। যা আর কোন সরকারের আমলে হয়নি। তাই আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে নৌকা মার্কাকে বিজয়ি করার কোন বিকল্প নেই। নৌকা মার্কা বিজয়ি হলে দেশের উন্নয়ন থেমে থাকবেনা।
অন্যাথায় কোনভাবে স্বাধীনতার বিরোধীরা পূনরায় ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থেমে যাবে। তাই শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ধারাকে অব্যহত রাখতে আগামী নির্বাচনে তিনি সবাইকে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য আহবান জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৬ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post