আজ সোমবার বাদ মাগরিব কুষ্টিয়া শহর ও সদর উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে মাসব্যাপী শোক পালন কর্মসূচির অংশ হিসেবে ১ নং ওয়ার্ডে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সেক্রেটারি আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জজ কোর্টের বিজ্ঞ জি.পি. বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আখতারুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক রেজাউল হক। পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাজেদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী আবু জাফর মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামীলীগের অন্যতম সহসভাপতি মানজিয়ার চঞ্চল, সদর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক যুবনেতা হাসিব কোরাইশি এবং বিভিন্ন অঙ্গ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ওই কর্মসূচিতে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষারের সার্বিক নির্দেশনা ও সাধারণ সম্পাদক মানব চাকীর তত্ত্বাবধানে শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা তুহিন খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলার সহসভাপতি ও কুষ্টিয়া ক্রীড়া সংসদের চেয়ারম্যান নকীব হাসান মান্তুসহ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০১,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post