জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.শাহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা গণ, শিক্ষক, সাংবাদিক ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ আগস্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post