জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার (৫ শে আগষ্ট) সকাল ৯ টায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত,উপজেলা চত্বরে বৃক্ষ রোপন ও চারাগাছ বিতরণ এবং সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ কনফারেশ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা- দৌলতপুর) সার্কেল মুরাদ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ইন্দোনেশিয়া, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, তথ্য আপা কর্মকর্তা তানিয়া খন্দকার, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ আগস্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post