শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ॥ আজ পাইকগাছার কপিলমুনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন। সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতি বারের ন্যায় এবারো অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে স্ব স্ব পদের প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদেরকে তুলে ধরে ভোট প্রার্থনা করেছেন।
এরআগে কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি,এম আব্দুর রাজ্জাক রাজুকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ঠ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২১’এর কমিশন গঠন করা হয়।
কমিশনের অন্যান্য পদে সহকরী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন, কপিলমুনি ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সাধন কুমার ভদ্র, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ বিশ্বাস, খুলনা মটর শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি শেখ আবুল হোসেন আবুল ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম৷
প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজু জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে। সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়াই তার মূল লক্ষ্য।
নির্বাচন সংক্রান্ত ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন দয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post