১৯ আগস্ট কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে সারা দেশে পদযাত্রা ও গণমিছিলসহ চার দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের চেয়ারর্পারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসাসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি ।
শনিবার (১৯ আগস্ট) সকালে ১১ টায় কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবাড়িয়া বাজার থেকে ত্রিমোহনী পর্যন্ত পদযাত্রা ও গণমিছিলের আয়োজন করেন।
পদযাত্রা ও গণমিছিলে উপস্থিত ছিলেন, উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সহ সভাপতি ও কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post