জাতীয় নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি
জাতীয় নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি
জাতীয় নির্বাচনে ডিসিদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস কুষ্টিয়া জেলা শাখা।
গত শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, জেলা প্রসাশকদের বদলে জেলা নির্বাচন অফিসারের হাতে নির্বাচন সংক্রান্ত সকল ক্ষমতা প্রদান করতে হবে।
নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করা যায় সে জন্য সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে কেউ নির্বাচনে বিশৃঙ্খলা করতে না পারে। বর্তমান বাজারে সাধারণ মানুষের সকল ধরনের পণ্য অধিক মূল্য। গুটি কয়েক সিন্ডিকেটের সদস্যরা এই বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করে।
সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে নিয়মিত বাজার তদারকী ও অভিযান পরিচালনার দাবী করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ আগস্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post