বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে বি মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মির্জাপুর পৌরসভা এবংউপজেলা বিএনপির যৌথ উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী।
দুপুর বারটার দিকে বিশাল একটি মিছিল মির্জাপুর বাইপাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সমানে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল
জেলা বিএনপির সভাপতি এড, ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারন
সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডি এম মহসিন এবং আলী আজম সিদ্দিকী প্রমুক।
দৈনিক দেশতথ্য//এইচ/
প্রিন্ট করুন
Discussion about this post