নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ও গুয়ারেখা দুই ইউনিয়নের সীমানায় আমবাড়ি খালের উপর সেতুটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ পথচারী প্রতিনিয়ত এ ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হলেও সেতুটি সংস্কারের ক্ষেত্রে কর্তৃপক্ষ উদাসীন
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ৯০ দশকের মাঝামাঝি সময় তৎকালিন সংসদ সদস্য শহীদুল হক জামালের এপিএস এবং রাজবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দীনের উদ্যোগে দুই ইউনিয়নের যোগাযোগ স্থাপনের জন্য ওই ব্রিজটি নির্মান করা হয়।
সরেজমিনে দেখা যায়, সেতুটির ওপরের স্লিপারও বেশি ভাগ ভেঙে পড়ে গেছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে।
স্থানীয়রা বলছেন, সংস্কারের অভবে সেতুটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। খুব শিগগিরই সংস্কার বা পুনর্নিমাণ না করা হলে, দুই ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে।
গয়েশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মানিক মন্ডল বলেন, চরম ঝুকি নিয়ে বাচ্ছাদের পাড় হতে হয়। দুই ইউনিয়নের সীমানার খালের ওপর পুল,সে কারনে হয়তো কোনো চেয়ারম্যান এটি মেরামতের উদ্যোগ নেয়নি।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মীর আলী শাকির বলেন, সেতুটি মেরামতের জন্য দুই ইউপির কোনো চেয়ারম্যান কখনই কোনো স্কীম দেয়নি অথবা মেরামতের দাবী করেননি।
সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের জন্য উপযোগী করা হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post