বেশ কিছুদিন যাবৎ ভেড়ামারা শহর ও সাতবাড়ীয়া বাজারে পৃথক পৃথক কয়েকটি দোকানে মোবাইল চুরির ঘটনায় সিসি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সাকিবকে।
মোবাইল চুরির ঘটনায় সাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে থানায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলামের দিক নির্দেশনায় চোরাই মোবাইল ও সাকিবকে আটক করতে অভিযান শুরু করে ভেড়ামারা থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাতবাড়ীয়া
বাস স্ট্যান্ডে সাহাবুলের চায়ের দোকান থেকে সাকিবকে আটক করে ভেড়ামারা থানা পুলিশ।
উল্লেখ্য, সাতবাড়ীয়া বাজারের শামীম ক্লথ স্টোর,
ভেড়ামারা শহরের ইমন হার্ডওয়ার ও মিনিস্টার শো-রুম থেকে একই পোশাকে একই স্টাইলে অভিনব কাইদায় মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় সাকিব।
যা পরবর্তীতে সিসি ফুটেজ দেখে চিহ্নিত হয়।
সাকিব মোবাইল চুরির বিষয় গুলো স্বীকার করেছে।
সে আল্লার দর্গা মাদ্রাসাপাড়া এলাকার মৃত গিয়াস
মন্ডলের ছেলে বলে জানাগেছে।
সাকিব জানায়, টাপেন্টাডল মাদক কিনতেই সে চুরির পথ বেছে নিয়েছে।
মোবাইল উদ্ধার সহ চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান এধরনের অভিযান অব্যাহত থাকবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ সেপ্টেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post