কুষ্টিয়ায় র্যাবের মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় ভেজাল প্রসাধনী ক্রয়/বিক্রয়ের অভিযোগে একজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ সেপ্টেম্বর সকাল ৮ টায় কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটশহরিপুর নদীরকুল এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি আভিযানিক দল সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়াকে সাথে নিয়ে অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটশহরিপুর এলাকায়” তাসফিয়া ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় ভেজাল প্রসাধনী তৈরি করে ক্রয়/বিক্রয় করে আসছে।
সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া’কে সাথে নিয়ে জনৈক সাব্বির হোসেন (৩২), পিতা-এসএম ওসমান গনি, সাং-কাঞ্চনপুর, থানা-সদর, জেলা-কুষ্টিয়া এর মালিকানাধীন প্রতিষ্ঠানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক জনৈক সাব্বির হোসেন (৩২)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন, যার মামলা নং-২০৩/২০২৩, তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০২৩।
পরবর্তীতে সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এর উপস্থিতিতে হেফাজতে নেওয়া ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় ভেজাল প্রসাধনী তৈরি করা উপকরণ সমূহ ধ্বংস করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ সেপ্টেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post