কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার মামলায় জামিন নিতে গিয়ে বিএনপি’র ৯ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর বিএনপি’র সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার বড় ছেলে শিশির মোল্লা ও দৌলতপুর ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামানান রুবেলসহ বিএনপি দলীয় ৯নেতা ও কর্মীকে কারাগারে প্রেরণ করা হয়।
নাশকতার মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এরআগে গত ৩১ জুলাই ভোররাতে দৌলতপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির ৯ নেতা কর্মীকে আটক করে দৌলতপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয়টি হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওই মামলার পলাতক আসামি ছিলেন তারা। পরে হাইকোর্ট থেকে জামিন নিলে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ সেপ্টেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post