নতুন নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’র চেয়ারপারসন হয়েছেন সিলেটের শমসের মবিন চৌধুরী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে নিজ এ পদে নির্বাচিত হন তিনি। এছাড়া দলটির মহাসচিব নির্বাচিত হয়েছেন তৈমূর আলম খন্দকার।
তৃণমূল বিএনপিতে যোগদান করেই দলটির শীর্ষ নেতৃত্বে চলে এলেন বিএনপির সাবেক এই দুই নেতা।
দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে।
নবগঠিত কমিটিতে শমসের মবিন চৌধুরী চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে সিলেটের জনগন। এক সময়ের ডাক সাইটে সরকারী আমলা শমসের মবিন যে কোন দলের জন্য আকাংখিত নেতৃত্ব। নতুন নিবন্ধিত দলের চেয়ারপারসন শমসের মবিন অন্তত সিলেটের বিশেষ করে বিয়ানীবাজার গোলাপগঞ্জ বাসীর জন্য চমক বয়ে আনতে পারেন বলে নির্বাচনী এলাকার জনগণ মনে করেন।
শমসের মবিন চৌধুরী নতুন দলের চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় বিষয়ে দূর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন তার প্রতিক্রিয়ায় জাতীয় রাজনীতিতে আবার সরব হওয়ায় শমসের মবিনকে স্বাগত জানিয়ে বলেন, বড় দুটি রাজনৈতিক দলের একচেটিয়া আধিপত্য খর্ব করার লক্ষ্য নতুন শক্তির আবির্ভাব দেশ ও গনতন্ত্রের জন্য খুবই মঙ্গলজনক।
শমসের মবিন চৌধুরীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে পররাষ্ট্র-সচিব ছিলেন শমসের মবিন চৌধুরী। তিনি একসময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ২০০৭ সালে তিনি অবসরে যান। ২০০৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং ২০০৯ সালে দলের ভাইস চেয়ারম্যান হন। ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনের আগে বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন ও প্রেসিডিয়াম সদস্য হন।
এ বিষয়ে মন্তব্য জানতে শমসের মবিন চৌধুরীর কাছে ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post