চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, সহকারী কমিশনার( ভূমি) ও হাটহাজারী পৌরসভার প্রশাসক আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ডাঃ রিফাআত আরা পপি, ওসি (গোয়েন্দা) আমির হোসেন, চেয়ারম্যান নূরুল আহসান লাভু ও মোঃ জায়নুল আবেদিন।
সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্ম মান্না এর সঞ্চালনায়া অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পৌরসভার সহায়ক কমিটির সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, গুমানমর্দ্দন ইউ পি সচিব আবু তৈয়ব প্রমূখ।
সভায় বক্তারা সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ করার জন্য সর্বাগ্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার উপর গুরুত্ব আরোপ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post