যশোরে অস্ত্র, গুলি ও হ্যান্ডকাপসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক মনিরুল ইসলাম (৩০) সাতক্ষীরা জেলার সদর উপজেলার রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।
ডিবি যশোরের এসআই রইচ আহমেদ জানান , শার্শা উপজেলার ট্যাংরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় মনিরুল ইসলামের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মামলা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ আব্দুল হামিদ জানান, মনিরুল ইসলাম এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। আরেকটি মামলায় জামিনে থাকা অবস্থায় আবারও অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post