সিদ্ধিরগঞ্জে স্টিলমিলে গ্যাসের লাইন বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
তাঁদের সবাইকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় শারমিন স্টিলমিল লিমিটেড নামের এক প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি দগ্ধ ব্যক্তিরা হলেন জাকারিয়া (২২), মোজাম্মেল (৩০), ইকবাল (২৬), সাইফুল (৩০) ও শরিফুল (২৫)।
দগ্ধ ব্যক্তিদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, রাতে তাঁরা কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টার দিকে ওই রুমের পাশে গ্যাসের লাইনে বিকট বিস্ফোরণ হয়। এতে ওই পাঁচজনের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, নারায়ণগঞ্জ থেকে পাঁচজনকে এখানে আনা হয়েছে। তাঁদের মধ্যে ইকবালের ৩৩, সাইফুলের ৬০, জাকারিয়ার ৩৫, মোজাম্মেলের ১০০ ও শরিফুলের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post