:
বরগুনার বঙ্গবন্ধু নৌকা যাদুঘর দেশের প্রথম নৌকা যাদুঘর। করোনার প্রভাবে দীর্ঘ চার মাস যাদুঘরটি ছিল।
মুজিববর্ষ উপলক্ষে বরগুনার জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর পাশে ১৬৫ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের নৌকার আদলে নির্মিত এই বঙ্গবন্ধু নৌকা যাদুঘর। এর মূল ভবনটি ৭৫ ফুট। মুল ভবনের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের দেশী-বিদেশী ১০০ নৌকার মডেল।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2021/10/received_3094856520792175.jpeg)
উদ্বোধনের পর দর্শনার্থী সমাগম থাকলেও এখন দর্শনার্থী নেই বললেই চলে। তবে, শুরুর দিকে দর্শনার্থীদের ভীড় থাকলেও এখন প্রতিদিন ২-৩ জন দর্শনার্থী আসেন এশিয়া মহাদেশের একমাত্র নৌকা যাদুঘরে।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2021/10/received_1798830250310939.jpeg)
ঘুরতে আসা ২/১ জন দর্শনার্থীরা জানান, অনেকেই এখনও জানেনা বরগুনায় এমন একটি স্থাপনা রয়েছে। আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেয়ে এখানে প্রবেশ করি৷ ভেতরে রয়েছে অসংখ্য নৌকার মডেল। এখানের বেশীরভাগ নৌকাই আগে কখনও দেখিনি। কতৃপক্ষের উচিৎ পরিকল্পিত ব্র্যান্ডিং এবং প্রচারের মাধ্যমে সকলকে এটা সম্পর্কে জানানো।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2021/10/received_957510324799835.jpeg)
সংশ্লিষ্টরা জানায় করোনার প্রকোপ এবং সঠিক ব্রান্ডিংএর অভাবে দর্শনার্থীরা এখানে ভীড়ছেনা।
বরগুনা পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, সাবেক জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহর সৃষ্টিশীল উদ্যোগে মুজিবশতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছিলো দেশের প্রথম বরগুনার’বঙ্গবন্ধু নৌকা যাদুঘর। ঘটা করে উদ্বোধন হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে বৃহৎ এই প্রকল্পটি, দর্শনার্থী রয়েছে শূন্যের কোঠায়। সঠিক প্রচারনার মাধ্যমে দেশব্যাপী বঙ্গবন্ধু নৌকা যাদুঘরকে তুলে ধরা উচিত কতৃপক্ষের।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, করোনার কারনে দীর্ঘদিন নৌকা যাদুঘর বন্ধ ছিলো৷ তাছাড়া সংক্রমন কিছুটা নিয়ন্ত্রনে আসলেও মানুষের মাঝে ভীতি এখনও কাটেনি, তাই তেমন দর্শনার্থী নেই। তবে আমরা শীঘ্রই নৌকা যাদুঘর ব্রান্ডিং ও ডিজিটালি প্রচারনার কার্যক্রম শুরু করব।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2021/10/received_624144072286444.jpeg)
এবি/দৈনিক দেশতথ্য /১৯ অক্টোবর /২০২১
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post