রাজশাহীর মোহনপুরে শেখ রাসেলের জন্মদিন ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো.আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের নেতারা।
বুধবার (১৮ অক্টোবর) মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
জানা গেছে, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের উদোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন। দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন।
এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর বাজারে তীব্র যানজট লেগে যায়। মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য মো.আয়েন উদ্দিন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজসহ অন্যান্য নেতারা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ অক্টোবর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post