জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ সাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ক্লাব সদস্য আনোয়ার উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি ও সীমান্ত খোকন।
ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য ও তাদের পরিবারবর্গ।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post