ছাতুরদিঘী বিজিবি ক্যাম্পের সকল সদস্য প্রত্যাহার করা হয়েছে। কিন্তু মুলহোতা ক্যাম্প কমান্ডার রয়ে গেছে।
হিন্দু পরিবারগুলোর দূর্গাপুজোর আনন্দ ফিকে হয়ে গেছে। হিন্দু অধ্যূষিত সীমান্ত গ্রাম গুলোতে বিরাজ করছে মিথ্যা মামলা জড়িয়ে দেয়ার আতস্ক।
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল হতে শুক্রবার সকাল হতে জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ননের জাওরানি ছাতুরদিঘী বিওপি ক্যাম্পের সদস্যদেরকে প্রত্যাহার করা হয়েছে। ১৫ বিজিবির হেড কোয়াটার হতে নতুন সদস্য যোগ দিয়েছে।
গ্রামবাসীর অভিযোগ, মুলহোতা বিওপির ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মমিন কে প্রত্যাহার করা হয়নি। ক্যাম্প কমান্ডার মিথ্যা মামলা দায়ের করার হুমকি দিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১১ টায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সীমান্ত গ্রামের এক নিরীহ কৃষকের বাড়িতে ছাতুর দিঘী বিজিবি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে বিজিবির কয়েক সদস্য অভিযান চালায়। এসময় কোন মাদক না পেয়ে পরিবারের নিরীহ নারীর সঙ্গে অসৎ আচরণের অভিযোগ উঠে। এই ঘটনা ছড়িয়ে পড়লে গ্রামের শতশত নারী বিজিবি কমান্ডারসহ ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানান।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির আহম্মেদ জানান, বিষয়টি সম্পর্কে শুসেছি। পরে শুনেছি বিজিবি কোন কিছু উদ্ধার করতে পারেনি। থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, উত্তেজনার খবরে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে গিয়েছিলাম। সীমান্তে অভিযান বিজিবি করেছে। তারা মাদকসহ কোন কিছু উদ্ধার করতে পারেনি। উদ্ধার হলে মামলা দায়ের হতো। এ বিষয়ে কোন মামলা হয়নি।
এদিকে জাওরানি ছাতুর দিঘী বিজিবি ক্যাম্পের কমান্ডারের বিরুদ্ধে হিন্দু অধ্যূষিত সীমান্ত গ্রামবাসীরা নানা অভিযোগ তুলেছে। অকারণে কালীবাড়ি তেপতি মোড়ে গ্রামবাসীকে দাঁড় করিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক সহ চোরাচালান মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। এমন হুমকি দেয়া হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ, বিজিবি প্রকৃত ঘটনা আড়াল করতে আই ওয়াশ করেছে বিওপির সকল সদস্যকে প্রত্যাহার করে। মুলহোতা ক্যাম্প কমান্ডার রয়েগেছে। অনেক ক্ষেত্রে অসৎ কিছু সদস্য ও কর্মকর্তা চোরাচালানের পক্ষে কাজ করে।
জাওরানি বিওপি ক্যাম্প কমান্ডার মমিন জানান, এই সীমান্তে ইউপি চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে আমরা চোরাইপথে আসা গরুর তথ্য পেয়েও উদ্ধার করতে পারিনি। কেন পারেননি তার কোন সদোত্তর দিতে পারেনি। বিওপির সকল সদস্য প্রত্যাহারের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, এটা ১৫ বিজিবির রুটিন বদলি। তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post