দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড: মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে এক সমাবেশের আয়োজন করা হয়। জামালপুর শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহেম্মদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন- দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ও দেশকে অস্থিশীল করতে একটি পক্ষ কুমিল্লানসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। তাদের এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
এসময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড: মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন- বঙ্গবন্ধুর এই বাংলায় সাম্প্রদায়িকতার ঠাই নাই। আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। এই দেশের যারা মঙ্গল চায় না, তারা পাকিস্তানে গিয়ে শান্তিতে থাকতে পারে। আমাদের এই দেশকে অস্থিশীল করার চেষ্টা করা হলে, আমরা সবাই রুখে দাড়াবো।
সমাবেশে আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

Discussion about this post