আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনলাইনে বাংলাদেশ আ.লীগের দলীয় প্রচারণা পরিচালনার কৌশলবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) । এদিন সকালে সিলেট রিকাবী বাজারের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হবে।
কর্মশালায় বাংলাদেশ আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. কবির বীন আনোয়ার উপস্থিত থাকবেন।
সিলেট জেলা ও মহানগর আ. লীগের এবং উপজেলা আ. লীগের কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, সহদপ্তর সম্পাদক এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদকসহ সকল উপজেলা থেকে পাঠানো অনলাইন কর্মীরা এ কর্মশালায় অংশগ্রহণ করবেন।
কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে একটি এনড্রয়েড মোবাইল ফোন এবং মোবাইল ফোনে কমপক্ষে ২জিবি মোবাইল ডাটা থাকতে হবে। কর্মশালায় মোবাইলে বিভিন্ন ধরনের পোস্ট করার প্রক্রিয়া অনুশীলন করানো হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ অক্টোবর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post