আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার রামশীলের সন্ধ্যা নদীতে বিকেল ৩টা থেকে এ নৌকা বাইচ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কোটালীপাড়া ও এর আশপাশের উপজেলা থেকে সাড়েঙ্গা, কোষা, চিলেকাটাসহ বিভিন্ন ধরণের নৌকা নিয়ে এ বাইচ প্রতিযোগিতায় প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।
সন্ধ্যা নদীর রামশীলের সুইচ গেট থেকে রামমীল ব্রিজ পর্যন্ত প্রায় ১কিলোমিটার এলাকা জুড়ে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নদীটির দুপাড়ে দাড়িয়ে হাজার হাজার নারী পুরুষ এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতায় পিড়ারবাড়ির বিমল সিকদারের নৌকা প্রথম, রামনগরের নিত্যানন্দ বাড়ৈর নৌকা দ্বিতীয় ও শশীকরের সুধীর বাড়ৈর নৌকা তৃতীয় স্থান লাভ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু, সুমন হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, তুষার মধু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post