পটুয়াখালীর কলাপাড়ায় ২ দিন ব্যাপী স্বেচ্ছাসেবকদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।
সিপিপি’র উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এ প্রশিক্ষনের আয়োজন করে। বুধবার ও বৃহস্পতিবার এ উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আছাদ উজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা টিম লিডার আব্দুল মোতালেব ফকির, কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সিপিপি’র ইউনিট টিম লিডার এসএম মোশাররফ হোসেন মিন্টু।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষণ পরিচালনা করেন সিপিপি’র প্রশিক্ষক ও ইউনিয়ন ডেপুটি টিম লিডার মোঃ ইভান মাতুব্বর। প্রশিক্ষণ কর্মসূচীতে সিপিপি’র ৮ ও ১৪ নং ইউনিটের ৪০জন সদস্য প্রশিক্ষণ গ্রহন করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post