ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এর কুষ্টিয়া প্রতিনিধি, কুষ্টিয়া প্রেসক্লাব এবং কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মিলন উল্লাহকে প্রাণ নাসের হুমকি দিয়েছে একজন সন্ত্রাসী।
মিলন উল্লাহ বলেন, রবিবার (২৯ অক্টোবর) বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। একটি অচেনা নাম্বার থেকে হত্যা ও অস্ত্র মামলা সহ ২০ মামলার আসামী সন্ত্রাসী মামুন অর রশিদ মুঠোফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া সহ প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন মিলন উল্লাহ।
জিডিতে উল্লেখ করা হয়, ওপেন হাউজ ডে তে চরম বিতর্কিত সন্ত্রাসীকে পাশে বসিয়ে নিয়ে বৈঠক করেছেন ওসি। এই সংবাদ সংগ্রহের সময় রবিবার দুপুরে হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলীকে ফোন করে বক্তব্য নেওয়া হয়। ওসির বক্তব্য নেওয়ার ১৫ মিনিট পর সন্ত্রাসীর ফোন আসে। সেই ফোনে তাকে গালিগালাজ করে হত্যার হুমকি দেন ওই সন্ত্রাসী।
বক্তব্য নেওয়ার ১৫ মিনিট পর সন্ত্রাসী মামুন সাংবাদিক মিলন উল্লার মুঠোফোনে কল দিয়ে নিজের পরিচয় বলে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। এতে নিষেধ করলে পরবর্তিতে এবিষয়ে ওসিকে ফোন দিলে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করা হয়। এই ঘটনার পর সাংবাদিক মিলন জিবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে সাংবাদিক মিলনকে প্রান নাশের হুমকীর প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। সন্ধায় কুষ্টিয়ার বঙ্গবন্ধু চত্তরের নিজ কার্যালয়ে জরুরী সভার আয়োজন করেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি নিউজ২৪ এর জাহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর শরীফ বিশ্বাস, বৈশাখী টেলিভিশনের রবিউল হক দোলন, এটিএন বাংলার তুহিন আহাম্মেদ, আনন্দ টিভির ফিরোজ কায়সার, মোহনা টিভির মিলন খন্দকার, বাংলাভিষনের হাসান আলী, গাজি টেলিভিশনের সোহেল রানা, আরটিভি’র শেখ হাসান বেলাল, যমুনা টিভি’র রুহুল আমিন বাবু, গ্লোবাল টিভির সনি আজিম।
এসময় সাংবাদিক নেতারা এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী মামুনের গ্রেপ্তার দাবী করেন। দাবী না মানলে কঠোর কর্মসুচির ঘোষনা দেওয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৯,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post