শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছায় মাহিম (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মাহিম পৌর সভার ৯ নং ওয়ার্ডের ইলেকট্রিশিয়ান আবু জাফরের ছেলে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে কোচিং থেকে ফিরে নিজ বাড়িতে ছোট বোনসহ সমবয়সীদের সাথে খেলা করছিল। এসময় তার বাবা বাজারে নিজ দোকান ও মা দুধ বিক্রির জন্য বাড়ির বাইরে ছিল। সূত্র জানায়, খেলার এক পর্যায়ে মাহিম সহপাঠিদের পাশের ঘরে পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পর তার দাদী ঘর থেকে গোঙানির শব্দ শুনে ঘরে ঢুকে তাকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এসময় তাকে নীচে নামানো হলে দাদীর কোলেই তার মৃত্যু হয়।
সহপাঠীরা জানায়, ঐসময় তারা একসাথে খেলা করছিল। একপর্যায়ে মাহিম তাদের পাশের ঘরে পাঠিয়ে দেয়। এরপর তার দাদীর চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তার মৃতদেহ দেখতে পায়।
ধারণা করা হচ্ছে, কৌতুহলবশত সে গলায় ওড়না জড়িয়ে ঘরের আঁড়ায় ঝুলে পড়ে আর তাতে তার মৃত্যু হয়। তবে কোচিং থেকে ফিরে ছোটবোনসহ সমবয়সীদের সাথে খেলা করার সময় এমন কি ঘটনা ঘটলো যে, তাকে আতœহত্যার কৌতুহল পেয়ে বসে? নাকি তার সাথে এর আগে পরিবারের কারো গোলযোগ হয়েছিল,যার কারণে আতœহত্যা করতে পারে সে? নাকি অন্তরালে অন্য কিছু লুকানো রয়েছে? নানান প্রশ্র ঘুর পাক খাচ্ছে অনেকের মনে। পরিবারের কারো অভিযোগ না থাকায় তার ময়না তদন্ত না করেই ঐদিনই তার দাফন সম্পন্ন হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Discussion about this post