খোকসা উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় এক আনন্দঘন পরিবেশে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন ৭৮ কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি)।
এ সময় এমপি বলেন প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, স্মার্ট সেবাই হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় প্রশাসনিক ও উপজেলা পরিষদ সম্প্রসারণ ভবন নির্মাণ করে দেশের মানুষের কল্যাণে যে নিদর্শন রেখে যাচ্ছে তার প্রতিফলন আগামী ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকাকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে ভবন চত্বর ও আশেপাশের এলাকায় নানা রঙের সাজ সজ্জা তৈরি করা হয় এবং নির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়। এ সময় সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, শিক্ষক, কৃষক, ইমাম, অধ্যক্ষ, সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকিব খান টিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধানকান্তি হালদার, প্রাণিসম্পদ অফিসার শাহিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, কৃষি অফিস সবুজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন খোকসা প্রেস ক্লাব সভাপতি শেখ সাইদুল ইসলাম (প্রবীণ) উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেত্রীবৃন্দ ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ অক্টোবর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post