রোটারী ক্লাব অব সিলেট সিটির সাপ্তাহিক সভা ও গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফির সভাপতিত্বে ও সঞ্চালনায় গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারি টিআরএফ এর মাধ্যমে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন খাতে সেবা প্রদান করা হচ্ছে। বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে সামাজিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৬ বছর ধরে অসংখ্য কাজ করেছে রোটারি। রোটারীর এসব ক্লাবগুলো মানববতার কল্যানে কাজ করে যাচ্ছে। সেই ধারা অব্যাহত রেখে জেলা গভর্নরস কর্তৃক ঘোষিত কার্যক্রম গুলোর বাস্তবায়ন করতে হবে।তিনি ক্লাব সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এরিয়া এডভাইজার হানিফ মোহাম্মদ,এরিয়া এ এরিয়া ডিরেক্টর রোটাঃ একে এম সামসুল হক দিপু, ডেপুটি গভর্নর রোটাঃ পি পি আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পি পি রোটাঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিপি রোটাঃ তানিয়া আহমেদ, ক্লাব সেক্রেটারি রোটাঃ মাসুক আহমদ। এর আগে জেলা গভর্নরের উপস্থিতিতে অফিসিয়াল এক্সক্লুসিভ মিটিং অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ক্লাবের পক্ষ থেকে সিলিং ফ্যান ও শিক্ষা উপকরন বিতরন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২৩//

Discussion about this post