জামালপুরের মেলান্দহে গলায় ফাঁস দিয়ে শরিফুল বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই এলাকার মৃত সাত্তার ব্যাপারীর ছেলে রতন মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রতন মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে। কয়েকদিন আগে বাড়িতে আসে। আজ ভোর সকালে কমিউটার ট্রেনে ঢাকার উদ্দেশ্যে চলে যান রতন মিয়া। সকাল সাতটার দিকে নিহত শরিফুলের বেগমের দুই বছরের ছোট বাচ্চা কান্নাকাটি করে। কান্নার শব্দ শুনে পাশের বাড়ির ছোট এক মেয়ে তাদের ঘরে যান। গিয়ে দেখে শরিফুল বেগম গলায় ফাঁস দিয়েছে। মেয়েটির চিৎকারে লোকজন আসলে ছুটে আসে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এবিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post