কিশোরগঞ্জের অষ্টগ্রামে ”সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৪নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায়ীদের উদ্যোগে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী পরিদর্শক দিদারুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়েদুর রহমান শাহেলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল আলম ভূঁঞা।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনটি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post